Posts

সব বই একত্রে পাবেন এইখানে

সব বই একত্রে পাবেন এইখানে, ইন্টারনেট এবং সমস্ত সোর্স থেকে সংগ্রহ, খুব নিখুঁত করে ক্যাটাগরাইজ করার চেষ্টা করেছি...

Link: https://bit.ly/2xCjvtg

টোটালঃ ৭১৫০টি বই আছে।
টোটাল সাইজঃ ৯৬.৬ জিবী। (যদিও যে ফোল্ডার বা বই নামাতে চান, সেইটাই আলাদা করে নামাতে পারবেন)
*** প্রায় ৫০০ এর অধিক লেখকের বই একসাথে ক্যাটাগরাইজ করা আছে। 
বিদ্রঃ লিংকটি কপি করে ব্রাউজারে ওপেন করিয়েন, কারন এইটা ওয়ান ড্রাইভের লিংক, আর আমাদের মোবাইল/পিসিতে সাধারনত ওয়ান ড্রাইভে সাইন ইন করা থাকে না, তাই ডিরেক্ট ফেইসবুক থেকে ক্লিক করলে ওয়ান ড্রাইভ সাইন ইন পেইজে রিডিরেক্ট করবে, সেজন্য লিংক কপি পেস্ট করে ব্রাউজারে ওপেন করিয়েন। আর হ্যা এত বেশি বই এইখানে, বই খুঁজে পেতে সমস্যা হতেই পারে, সে জন্য ওয়ান ড্রাইভের উপরে সার্চ অপশনটা ইউজ করতে পারেন, লেখকের নাম দিয়ে সার্চ দিলেই, লেখকের নামের ফোল্ডার চলে আসবে, তাও না পেলে একটু বাংলাতে বই এর নামটা সার্চ দিয়েন। #Happy_Book_Reading :)
পোস্ট ক্রেডিট© আবরার হামিম সাজিদ 

Post a Comment